ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

অনুশোচনা থেকে রেলওয়ের দেনা শোধ!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৩, ২৭ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:৪১, ২৭ ফেব্রুয়ারি ২০২৪
অনুশোচনা থেকে রেলওয়ের দেনা শোধ!

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিভিন্ন সময়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করে তার দেনা শোধ বাবদ রেলওয়ে জংশনে ১০ হাজার টাকা জমা দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন মো. মানিক ভূইয়া (৫৫) নামে এক ব্যক্তি।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন টিকিট কাউন্টারে গিয়ে ভ্রাম্যমাণ টিকেট কালেকক্টরের (টিসি) কাছে তিনি ১০ হাজার টাকা জমা দেন। ঘটনাটি রেলওয়ে অঙ্গনে আলোচনার জন্ম দেয়।

মানিক ভূইয়া আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের আব্দুল হকের ছেলে। ১৯৯৭ সাল থেকে তিনি ইতালি প্রবাসী। প্রবাসে যাওয়ার আগে তিনি বড় বাজারে অ্যালুমিনিয়ামের তৈজসপত্রের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি হজ পালন করেন।

মানিক ভূইয়ার সঙ্গে টাকা দিতে যাওয়া দেবগ্রামের বাসিন্দা যুবলীগ নেতা মো. আল-আমীন জানান, ওই ব্যক্তি দেশে থেকে ব্যবসা করার সময় ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবসহ বিভিন্নস্থানে নিয়মিত যাতায়াত করতেন। কখনো ট্রেনের টিকিট কাটতেন কখনো কাটতে পারেননি। বিষয়টি নিয়ে অনুশোচনা থেকে এখন তিনি একসঙ্গে ১০ হাজার টাকা জমা দিয়েছেন।

রুবেল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়