ঢাকা     বুধবার   ০৩ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৯ ১৪৩১

টাঙ্গাইলে মহিলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক কর্মসূচি পালন 

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৬, ২৭ ফেব্রুয়ারি ২০২৪  
টাঙ্গাইলে মহিলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক কর্মসূচি পালন 

টাঙ্গাইলে মহিলা আ.লীগ সভাপতির আয়োজিত সভায় সংসদ সদস্য ছোট মনিরসহ অন্য অতিথিরা

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে পৃথক কর্মসূচি পালন করেছে জেলা শাখা। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতের নেতৃত্বে শহরের শহিদ মিনারে আলোচনা সভা, র‌্যালি ও কেক কাটা হয়। বিকেলে জেলা সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনুর নেতৃত্বে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

সকালের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সংসদ সদস্য ছোট মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাউজ্জামান স্মৃতি, যুগ্ম সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, সাবেক সংসদ সদস্য মনোয়ারা বেগম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিকেলে শহিদ মিনারে ফেরদৌসি আক্তার রুনুর নেতৃত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনছারী, সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা এবং অন্য নেতারা।  

জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক আয়োজিত সভায় আগত অতিথিরা

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু বলেন, বঙ্গবন্ধুর আদর্শে রাজনীতি করি। আমাদের মধ্যে কোনো কোন্দল নেই।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিত বলেন, মহিলা আওয়ামী লীগের কমিটিতে কোনো কোন্দল নেই। যারা শেখ হাসিনার নৌকার বাইরে কাজ করছেন, তারাই আমাদের পোগ্রামে আসেননি। তারা কার ইন্ধনে চলে তা জানি না।

প্রঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতের নেতৃত্বে একটি পক্ষ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুন অর রশিদের নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করে। অপরদিকে, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তারের নেতৃত্বে অপর পক্ষ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী ছানোয়ার হোসেনের ঈগল প্রতীকের পক্ষে কাজ করে। এনিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছে। গত ২১ ফেব্রুয়ারি সকালে টাঙ্গাইলে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনায় আহত হয়েছিলেন পাঁচ জন।

কাওছার/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়