কেরানীগঞ্জে অবৈধ স্থাপনায় রাজউকের অভিযান
কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের ঘাটারচর এলাকায় অনুমোদনহীন অবৈধ স্থাপনায় অভিযান চালিয়েছে রাজউক৷
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জে খাল ভরাট করে অবৈধ ঘরবাড়ি ভেঙে সরকারি খাল উদ্ধারে অভিযান পরিচালনা করেছে রাজউক৷ অভিযানে খালের জায়গার উপর নির্মিত ৩টি ভবন ভেঙে ফেলা হয় এবং একজন বাড়িওয়ালাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়৷
রাউজকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, কেরানীগঞ্জের বেশ কয়েকটি অনুমোদনহীন স্থাপনা রাজউক ভেঙে দিয়েছে৷ এর মধ্যে মিলিনিয়াম সিটি ও শতরূপা হাউজিং খালের জায়গা ভরাট করে অবৈধভাবে বেশ কয়েকটি ভবন নির্মাণ করেছে৷ আমরা সেই ভবনগুলো ভেঙে দিয়েছি৷ কেরানীগঞ্জে খাল-নদী ভরাট করে কোনো ভবন নির্মাণ করা যাবে না৷ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান থাকবে৷
শিপন/ফয়সাল