ঢাকা     বৃহস্পতিবার   ০৪ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২০ ১৪৩১

চুরির পর মোবাইল নম্বর রেখে যেত চক্রটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  
চুরির পর মোবাইল নম্বর রেখে যেত চক্রটি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় চুরি হওয়া ৫টি বৈদ্যুতিক মিটারসহ হাসান (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান।

এর আগে, গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। হাসান উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুরের মানারুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা বৈদ্যুতিক মিটার চুরি করে মোবাইল নম্বর রেখে যেত। তাদের উদ্দেশ্যে ছিল, রেখে যাওয়া নম্বরে ভুক্তভোগী গ্রাহক ফোন দিলে টাকা দাবি করবে।

এ লক্ষ্যে সদর উপজেলার মহারাজপুরে একদিনে ৭টি বৈদ্যুতিক মিটার চুরি করে চক্রটি। পরে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় মামলা করেন মহারাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার মো. আমিনুল রসুল।

চোরদের রেখে যাওয়া নম্বরের সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় হাসানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৫টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করা হয়।

মেহেদী/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়