মাগুরায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে মায়ের সাথে রাস্তা পার হতে গিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় সাইম মিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দুইটার দিকে মহম্মদপুর-ঝামা- ডাঙ্গাপাড়া সড়কের গোপালপুর মোড়ের মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. সাইম মিয়া (৪) মহম্মদপুর উপজেলা সদরের গোপালপুর গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার ছেলে। আসাদ মিয়া পাবনায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করেন। সে তার নানা হারুন শেখের গোপালপুরের বাড়িতেই থাকতো।
স্থানীয়দের বরাতে জানা গেছে, আজ দুপুরে বাড়ির সামনে মা মনিরা পারভীনের সাথে সাইম রাস্তা পার হচ্ছিল। মনিরা রাস্তা পার হলেও সাইম রাস্তার এপাশেই থেকে যায়। একপর্যায়ে একা রাস্তা অতিক্রম করার সময় হঠাৎ একটি ইজিবাইকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সাইমকে ধাক্কা দেন। সাইম গুরুতর আহত হয়।
পরে তাকে চিকিৎসার জন্য মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডা. মকসেদুল মোমিন তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, রাস্তা পার হতে গিয়ে ইজিবাইক দুর্ঘটনায় শিশু সাইম মারা যায়। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ইজিবাইক চালক পলাতক রয়েছেন।
শাহীন/ফয়সাল