ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

নেত্রকোণায় ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪  
নেত্রকোণায় ৩ ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

নেত্রকোণার তিনটি ডায়গনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শহ‌রের আধুনিক সদর হাসপাতাল রোডের বিভিন্ন ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভি‌যান পরিচালনা করে জেলা সি‌ভিল সার্জন অফিস ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

অভিযান চলাকালে দি নিউ ইবনে সিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মাধবী ডায়াগনস্টিক সেন্টার এবং নাবিলা ডায়াগনস্টিক সেন্টারকে বিভিন্ন টেস্টের জন্য মূল্য তালিকার চেয়ে বেশি অর্থ আদায়ের কারণে এবং ক্যাটাগরি অনুয়ায়ী সরকার নির্ধারিত ফির অধিক অর্থ আদায়ের জন্য ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গণি অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে বেসরকারি ক্লি‌নিক ও ডায়াগনস্টিক সেন্টা‌রের নিবন্ধ‌নের ফটোক‌পি টাঙানোসহ সরকারি নিয়ম-নী‌তি অনুসর‌ণের নি‌র্দেশনা দেওয়া হয়। সরকারের নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক।

সেতু/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়