ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

টাঙ্গাইলে ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩২, ২৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ০৯:৩৮, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
টাঙ্গাইলে ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া এলাকায় টাঙ্গাইল কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে উত্তরাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

মহেড়া রেলওয়ে স্টেশনের অফিসার সোহেল মিয়া বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে কমিউটার ট্রেনটি ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ইঞ্জিন বিকল হয়ে যায়। ঢাকা থেকে রিলিফ ট্রেন রওনা হয়েছে। বিকল হওয়া ইঞ্জিনটি সরানে হলে রেল চলাচল স্বাভাবিক হবে।

কাওসার/কেআই

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়