ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

হিজাব না পরায় ছাত্রীদের চুল কেটে দিলেন শিক্ষিকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৫, ২৯ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১২:২৯, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
হিজাব না পরায় ছাত্রীদের চুল কেটে দিলেন শিক্ষিকা

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জে সিরাজদিখানে হিজাব ও ওড়না না পরে ক্লাসে আসায় ৯ ছাত্রীর চুল এক শিক্ষিকা কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার রাজানগরের সৈয়দপুর আব্দুর রহমান স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিয়া ফরিদ আহমেদ বলেন, সপ্তম শ্রেণির জীববিজ্ঞান ক্লাসে ঘটনাটি ঘটেছে। হিজাব ও ওড়না না পরায় ভয় দেখানোর জন্য শিক্ষিকা রুনিয়া সরকার ৯ ছাত্রীর অল্প কিছু চুল কেটে দিয়েছেন।

তিনি আরও বলেন, এটা তিনি (শিক্ষিকা) ঠিক করেননি। তবে, ঘটনার সময় আমি বিদ্যালয়ে ছিলাম না। বিষয়টি পরে জেনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বলেন, ওই বিদ্যালয়ের অধ্যক্ষ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলে বিষয়টি জেনেছি। পরে ভুক্তভোগী ছাত্রীদের বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছি। অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।

অভিযোগের বিষয়ে জানতে শিক্ষিকা রুমিয়া সরকারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তা বন্ধ পাওয়া যায়।

রতন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়