ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৭, ৩ মার্চ ২০২৪   আপডেট: ১০:৫২, ৩ মার্চ ২০২৪
প্রবাসীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

লক্ষ্মীপুরে দুবাই প্রবাসী রুহুল আমিনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে উঠেছে। ঘটনার সময় হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে বলেও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় অভিযোগ করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সদর উপজেলার লাহারকান্দি ২নং ওয়ার্ডস্থ লাঠিয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- মো. জসীম (২০), রুবেল (২১), শান্ত (২১), সুজন (২০), নাহিদ (২২), হুমায়ুন (২৫), সহিদ (৩২) এবং অজ্ঞাত ২০/২৫ জন।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, স্থানীয় সহিদ গংদের সঙ্গে প্রবাসী রুহুল আমিনের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে গত মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব পরিকল্পিতভাবে জসীমের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল বাড়িতে গিয়ে বেশ কয়েক রাউন্ড গুলি করে আতঙ্ক সৃষ্টি করে। একপর্যায়ে দরজা জানালা ভাঙচুর করে ১ ভরি স্বর্ণ, মোবাইল ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী জোসনা বেগম বলেন, ঘটনার দুদিন পর পুলিশ অভিযুক্ত জসীম ও হুমায়ুনকে আটক করলেও রহস্যজনক কারণে তাদের ছেড়ে দেয়। বর্তমানে অভিযুক্তদের হুমকি-ধমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান এই নারী।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের খোঁজ করেও কাউকে পাওয়া যায়নি। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযোগ পাওয়ার পর তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন। এর বেশি কিছু জানা নেই। 

লক্ষ্মীপুর সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশিকুর রহমান বলেন, এ ঘটনায় উভয়পক্ষ স্থানীয়ভাবে মীমাংসা করার কথা রয়েছে। দুপক্ষই বিষয়টি শালিসি বৈঠকের মাধ্যমে সমাধান চাচ্ছে। বাদীপক্ষ চাইলে এ ঘটনায় মামলা হবে।

জাহাঙ্গীর/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়