ঢাকা     বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

চাঁদপুরে বিপুল পরিমাণ জেলিপুশকৃত চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৩ মার্চ ২০২৪   আপডেট: ১২:৫১, ৪ মার্চ ২০২৪
চাঁদপুরে বিপুল পরিমাণ জেলিপুশকৃত চিংড়ি জব্দ

চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে হরিণা ফেরিঘাট হতে প্রায় ৯০ মণ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে। যা আনুমানিক ৩ হাজার ৬শ' কেজি।

রোববার (৩ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন কোস্টগার্ডের চাঁদপুরের স্টেশন কমান্ডার কাজী আকিব আরাফাত।

তিনি বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে হরিণা ফেরিঘাটে অভিযান চালিয়েছি। তখন খুলনা হতে চট্রগ্রামগামী একটি বাস তল্লাশিকালে ৯০ মণ জেলিপুশকৃত চিংড়ি মাছ জব্দ করি। যার বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। পরে আমরা তা মাটিতে পুঁতে বিনষ্ট করে ফেলি।

আরো পড়ুন:

এসময় চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. জামিল হোসেন উপস্থিত ছিলেন।

অমরেশ/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়