টাঙ্গাইলে আগুনে পুড়লো ১১ ঘর, ৪ গরু
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
টাঙ্গাইলের গোপালপুরের ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া গ্রামে আগুনে পুড়ে গেছে ১১টি ঘর ও ৪টি গরু। রোববার (৩ মার্চ) সন্ধ্যায় ওই গ্রামের আম্বিয়া খাতুনের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বলেন, আগুনে ৬টি পরিবারের ১১টি ঘর ও ৪টি গরুসহ ঘরের ভেতরে থাকা আসবাবপত্র এবং জরুরি কাগজপত্র পুড়ে গেছে।
গোপালপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. নাজমুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সহযোগিতা করা হবে।
কাওছার/কেআই