ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

মাটি খুঁড়‌তেই বেড়িয়ে এলো ৩ গ্রেনেড  

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৮, ৪ মার্চ ২০২৪   আপডেট: ১৫:৫২, ৪ মার্চ ২০২৪
মাটি খুঁড়‌তেই বেড়িয়ে এলো ৩ গ্রেনেড  

বগুড়ায় বা‌ড়ি সংস্কা‌রের জন্য মা‌টি খুঁড়তেই অ‌বি‌স্ফো‌রিত তিনটি গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া গে‌ছে। পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে সেগুলো উদ্ধার ক‌রে নিরাপদ দূর‌ত্বে রে‌খে‌ছে। সোমবার (৪ মার্চ) দুপু‌রে শহ‌রের স্টাফ কোয়ার্টার সংলগ্ন জিলাদার পাড়ার এক‌টি বা‌ড়ির আঙ্গিনা থে‌কে বস্তুগুলো উদ্ধার হয়। 

বাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বাধীন বলেন, কয়েক দিন ধরে আমার বাড়ি সংস্কারের কাজ চলছে। বাড়ির পাশেই কিছু মাটি নেওয়ার জন্য মাটি খুঁড়তে একসঙ্গে তিনটি গ্রেনেড পাওয়া যায়। পুলিশকে খবর দিলে তারা এসে গ্রেনেডগুলো উদ্ধার করে।  মুক্তিযুদ্ধের সময় এখানে আর্মিদের ক্যাম্প ছিল। ধারণা করা হচ্ছে, গ্রেনেডগুলো সেই সময়কার।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ ব‌লেন, তিনটি গ্রেনেড সদৃশ বস্তু পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এগুলো অনেক পুরাতন। ঢাকায় বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা এলে এগুলো নিষ্ক্রিয় করা হবে।

আরো পড়ুন:

এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়