ঢাকা     শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১ ১৪৩১

হিলি সীমান্ত ও বন্দর পরিদর্শন করেছেন ২৬ প্রশিক্ষণার্থী

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০১, ৪ মার্চ ২০২৪   আপডেট: ১৭:৫৮, ৪ মার্চ ২০২৪
হিলি সীমান্ত ও বন্দর পরিদর্শন করেছেন ২৬ প্রশিক্ষণার্থী

ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্রশিক্ষণার্থীদের একটি দল দিনাজপুরের হিলি স্থলবন্দর ও সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। সোমবার (৪ মার্চ) দুপুরে রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হকের নেতৃত্বে সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৬ সদস্যের দলটি হিলি স্থলবন্দরে আসলে বন্দর এবং কাস্টমস কর্তৃপক্ষ তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে বন্দর সভাকক্ষে বৈঠকে মিলিত হন তারা। 

বৈঠকে বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম, শুল্ক আহরণসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন প্রতিনিধি দলটি। এসময় সেখানে রংপুর কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার জিয়াউর রহমান, হিলি শুল্কস্টেশনের উপ-কমিশনার বায়জিদ হোসেন, পানামা হিলি পোর্টের পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে প্রতিনিধি দলটি হিলি সীমান্ত পরিদর্শনে যান। সেখানে বিজিবি ও বিএসএফ সদস্যসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা। দুই দেশের মধ্যে পণ্য আমদানি -রপ্তানি এবং পাসপোর্ট যাত্রী পারাপার সম্পর্কে অবগত হন প্রতিনিধি দল। পরে তারা বিজিবির হিলি আইসিপি ক্যাম্প পরিদর্শন করেন।

আরো পড়ুন:

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়