এস আলম কারখানায় আগুন: ‘লাখ টনের বেশি চিনি পুড়ে গেছে’
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছানগরে এস আলম গ্রুপের সুগার রিফাইনারি কারখানায় অগ্নিকাণ্ডে এক লাখ টনেরও বেশি অপরিশোধিত চিনি পুড়ে যাওয়ার তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।
আসন্ন রমজান সামনে রেখে এ অপরিশোধিত চিনি আমদানি করা হয়। পরিশোধনের পর রমজানে এ চিনি বাজারে ছাড়ার কথা ছিল। ওই কারখানায় সোমবার (৪ মার্চ) বিকেল ৪টায় লাগা আগুন রাত ৮টা পর্যন্ত পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
এস আলম সুগার রিফাইনারি কারখানার মনির হোসেনসহ একাধিক কর্মকর্তা জানান, যে গুদামে আগুন লেগেছে, সেখানে এক লাখ টনেরও বেশি অপরিশোধিত চিনি রয়েছে। সব চিনি ইতোমধ্যে পুড়ে গেছে। এ গুদামের পাশে অপর একটি গুদামে আরও কয়েক লাখ টন পরিশোধিত চিনি রয়েছে। সেই গুদাম রক্ষা করতে ফায়ার সার্ভিস কাজ করছে।
সরেজমিন দেখা গেছে, গুদামের বাইরে আগুন না থাকলেও ভেতরে চিনি আগুনে পুড়ছে। যা নেভানো যাচ্ছে না।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্রাজিল, আর্জেন্টিনা ও থাইল্যান্ড থেকে অপরিশোধিত চিনি ও চিনির কাঁচামাল আমদানি করে এ প্লান্টে পরিশোধন করা হয়। এ কারখানায় দৈনিক দেড় হাজার টন চিনি উৎপাদন হয়ে থাকে।
রেজাউল/বকুল