ঢাকা     সোমবার   ০১ জুলাই ২০২৪ ||  আষাঢ় ১৭ ১৪৩১

অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৯, ৪ মার্চ ২০২৪  
অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা না থাকায় চার প্রতিষ্ঠানকে জরিমানা

টাঙ্গাইলে অগ্নিকাণ্ড প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চার প্রতিষ্ঠানে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ মার্চ) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলীর নেতৃত্বে শহরের ভিক্টোরিয়া রোডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ম্যাজিস্ট্রেট হাসান বিন মুহাম্মদ আলী বলেন, অগ্নিনির্বাপক ও প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় প্রিন্স আবাসিক হোটেলে ৫০ হাজার, নুরজাহান রেস্টুরেন্টে ৫ হাজার, ভিক্টোরিয়া ফুড জোনে ১ লাখ ও রুপসী বাংলা রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর রবিউল ইসলাম, স্যানেটোরি অফিসার শাহিদা বেগমসহ ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

কাওছার/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়