ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি এস আলম সুগার মিলের আগুন

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫২, ৪ মার্চ ২০২৪   আপডেট: ২২:০২, ৪ মার্চ ২০২৪
৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি এস আলম সুগার মিলের আগুন

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় অবস্থিত এস আলম সুগার মিলে লাগা আগুন ৫ ঘণ্টাতেও নিয়ন্ত্রণে আসেনি। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়।  

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, রাত সোয়া ৯টা পর্যন্ত মিলের আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এর আগে, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, পুলিশ যৌথভাবে কাজ করছে। 

আরো পড়ুন:

এস আলম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিক জানান, এস আলম সুগার মিলের গোডাউনে অজ্ঞাত উৎস থেকে আগুন লেগেছে। কিভাবে এর সূত্রপাত আমরা নিশ্চিত নই। ফায়ার সার্ভিস ও বিভিন্ন সংস্থা আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। 

 

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়