ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

এস আলম সুগার মিলের আগুন: ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ৫ মার্চ ২০২৪   আপডেট: ০৯:০৪, ৫ মার্চ ২০২৪
এস আলম সুগার মিলের আগুন: ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে 

চট্টগ্রামের কর্ণফুলী থানার ইছাপুর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামের আগুন প্রায় ১০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

সোমবার বিকেল ৪টায় আগুন লাগার পর রাত ২টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে আসার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিটের পাশাপাশি কাজ করেছে সেনা, নৌ, বিমান বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা।

গত রাত দুইটায় ফায়ার সার্ভিস জানায়, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। গুদামের ভেতরে মৃদু ধোয়া ও আগুন রয়েছে। সেগুলো নেভানোর কাজ চলছে। আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। 

পড়ুন: এস আলম কারখানায় আগুন: ‘লাখ টনের বেশি চিনি পুড়ে গেছে’

/রেজাউল/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়