ভোলায় প্রশিক্ষণ কর্মশালায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান
ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে ভোলা গেলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।
মঙ্গলবার (৫ মার্চ) সকালে ভোলা জেলা সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা প্রেস কাউন্সিলের চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, ভোলা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা তথ্য অফিসার নুরুল আমিন উপস্থিত ছিলেন।
ভোলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ছিলো কর্মশালার মূল বিষয় বস্তু।এছাড়াও সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি এবং প্রেস কাউন্সিল আক্ট ১৯৭৪ এর আলোকে সাংবাদিকদের করণীয় বিষয় নিয়েও আলোচনা করা হয়।
ভোলা জেলার ৪০ জন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মী এ কর্মশালায় অংশ নেন।
মলয়/টিপু