ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

সাংবাদিক অভিশ্রুতির লাশের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ৫ মার্চ ২০২৪  
সাংবাদিক অভিশ্রুতির লাশের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন

রাজধানীর বেইলি রোডে আগুনে নিহত সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের মরদেহের দাবিতে তার নিজ জেলা কুষ্টিয়ায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার (৫ মার্চ) বেলা ১১টায় শহরের ডিসি কোর্টের সামনে কুষ্টিয়া প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে। অভিশ্রুতি শাস্ত্রী ওরফে বৃষ্টি খাতুনের লাশ হস্তান্তরে সৃষ্ট জটিলতাকে অযৌক্তিক উল্লেখ করে তীব্র নিন্দা জানান বক্তারা।

তারা বলেন, প্রয়োজনীয় সবধরনের ডকুমেন্ট দেওয়ার পরও প্রশাসন লাশ হস্তান্তর করেনি। এখন ডিএনএ টেস্টের নামে অযথা বিলম্ব করা হচ্ছে।

আরো পড়ুন:

মানববন্ধনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সাংবাদিক আমিরুল ইসলাম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কেপিপি’র সহ-সভাপতি আরটিভি’র স্টাফ রিপোর্টার শেখ হাসান বেলাল, কেপিসি’র দপ্তর সম্পাদক এস এম ওয়ালিদুজ্জামান শুভ ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক চাঁদ আলী প্রমুখ।

 

কাঞ্চন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়