ঢাকা     বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৬ ১৪৩১

‘চিনির মজুত পর্যাপ্ত, সংকট হবে না’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ৫ মার্চ ২০২৪   আপডেট: ১৮:৩৬, ৫ মার্চ ২০২৪
‘চিনির মজুত পর্যাপ্ত, সংকট হবে না’

ফাইল ফটো

এস আলম শিল্প গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ বলেছেন, ‘রিফাইন্ড চিনির পর্যাপ্ত মজুত অক্ষত আছে। চিনির কোনো সংকট হবে না। দুই-এক দিনের মধ্যেই এস আলম রিফাইন্ড সুগার কারখানা থেকে বাজারে চিনি সরবরাহ শুরু করা হবে।’

মঙ্গলবার (৫ মার্চ) কর্ণফুলীর ইছানগরের এস আলম সুগার মিলের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

বাজারে চিনির দামে প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে সাইফুল আলম মাসুদ বলেন, আগুন নেভানোই এখন আমাদের মূল লক্ষ্য। চিনির কোনো সঙ্কট হবে না। কিছু অসাধু ব্যবসায়ীরা দুই একদিনের জন্য কারসাজি করতে পারে। তবে, এগুলো ঠিক হয়ে যাবে। দুই-এক দিন পর থেকে আমারদের ডেলিভারি শুরু হয়ে যাবে। প্রোডাকশন চালু করবো এবং বানানো মাল আছে। তা দিয়ে এক সপ্তাহ মিনিমাম চলবে। প্রোডাকশনে যেতে লাগবে দুই দিন। এরপর আর সমস্যা হবে না। মেইনলি আগুনটা নিভে গেলে হয়ে যাবে, ইনশাআল্লাহ।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়