ঢাকা     বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৭ ১৪৩১

চিরিরবন্দরের ইটভাটায় অভিযান চলাকালে শ্রমিকদের হামলা, আহত ৬

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০০, ৫ মার্চ ২০২৪  
চিরিরবন্দরের ইটভাটায় অভিযান চলাকালে শ্রমিকদের হামলা, আহত ৬

দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশে অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় পুলিশ সদস্যসহ ৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামে ‘এম এইচ ভাটায়’ ঘটনাটি ঘটে।

পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট টিমের ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি বলেন, আমরা গত কয়েকদিন ধরে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান চালাচ্ছি। আজ মঙ্গলবার চিরিরবন্দর উপজেলার পূর্ব সাইতাঁড়া গ্রামের একটি ইটভাটা গিয়ে প্রথম কাগজপত্র দেখাতে বলি। তারা কাগজপত্র দেখাতে না পারলে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। পরে ওই ভাটা গুঁড়িয়ে দেওয়ার সময় ঢিল মারতে শুরু করেন শ্রমিকরা। এসময় শ্রমিকরা পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করে। তাদের হামলায় পুলিশসহ ৬ জন আহত হন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ইটভাটায় অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের গাড়ি ভাঙচুর করার ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন:

চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার এ কে এম শরীফুল হক বলেন, অবৈধ ইটভাটায় অভিযানের সময় পরিবেশ অধিদপ্তরের একটি গাড়ি ভাঙচুর করেছে শ্রমিকরা। এ ঘটনায় পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। মামল প্রক্রিয়াধীন।

মোসলেম/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়