সিলেটে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিলেটের জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
মঙ্গলবার (৫ মার্চ) রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার মোকামবাড়ী এলাকার আলাউদ্দিনের ছেলে শিহাব (২২) ও এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে পিকআপটি নলজুরী যাচ্ছিল। জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী শিহাব। গুরুতর আহতাবস্থায় বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল রেজাকে মৃত ঘোষণা করেন।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাদের লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
নূর/কেআই