রংপুরে একমঞ্চে যৌতুকবিহীন ১৫ বিয়ে
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রংপুরে প্রথমবারের মতো এক মঞ্চে ১৫টি যৌতুকবিহীন বিয়ে হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সন্ধ্যায় রংপুর শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এ বিয়ের আয়োজন করা হয়।
রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে অস্বচ্ছল পরিবারের নির্বাচিত ৩০ জন প্রাপ্ত বয়স্ক নারী ও পুরুষ তাদের অভিভাবকদের উপস্থিতিতে এ বিয়েতে অংশ নেয়। তাদের স্বাবলম্বী করতে প্রত্যেক দম্পতিকে একটি প্যাডেল ভ্যান ও সেলাই মেশিন দেয়া হয়। এছাড়া হাড়ি-পাতিল, গ্যাসের চুলা, পানি বিশুদ্ধকরণ মেশিন, লেপ-তোষকসহ নতুন সংসারের প্রয়োজনীয় সরঞ্জমাদি, নগদ অর্থ উপহার হিসেবে বর-কনেকে দিয়েছে সংস্থাটি।
এ আয়োজনে অংশ নেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মনিরুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমী, বিসিবির পরিচালক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, আল-খায়ের ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর তারেক মাহমুদ সজীবসহ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
নৈশ্যভোজ শেষে বর কনেসহ তাদের পরিবারকে গাড়িতে এবং তাদের আসবাবপত্র পিকাপে করে বাড়িতে পৌঁছে দেয়া হয়।
আমিরুল/বকুল