ঢাকা     সোমবার   ২৫ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১০ ১৪৩১

আলীহাটের ইউপি চেয়ারম্যান বরখাস্ত 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ৬ মার্চ ২০২৪  
আলীহাটের ইউপি চেয়ারম্যান বরখাস্ত 

আবু সুফিয়ান

সরকারি দায়িত্ব পালনে অবহেলা ও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডাব্লিউবি)-এর ১৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

ইউএনও অমিত রায় জানান, মঙ্গলবার (৫ মার্চ) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব একেএম আনিসুজ্জামান স্বাক্ষরিত একটি পত্রে জানা যায়, হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানের বিরুদ্ধে ভিডাব্লিউবি-এর ১৮০০ কেজি চাল আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) ২০০৯ এর ৩৪(৪) (খ) ধারা অনুযায়ী তাকে সাময়িক দরখাস্ত করা হয়েছে।

তিনি আরও জানান, কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, এই মর্মে ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসক দিনাজপুরের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়েছে ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ানকে।

আরো পড়ুন:

মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়