ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পুকুরে মিললো মর্টার শেল

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৭, ৬ মার্চ ২০২৪  
পুকুরে মিললো মর্টার শেল

লালমনিরহাটের হাতীবান্ধায় একটি পুকুর থেকে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার হয়েছে। বুধবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বড়খাতা পুরাতন মুন্সিটারি জামে মসজিদ ঈদগাহ মাঠের মাটি সমান করার জন্য পুকুর থেকে মাটি তোলার সময় বোমাটি উদ্ধার হয়। হাতীবান্ধা থানা পুলিশ মর্টার শেলটি নিজেদের হেফাজতে নিয়েছে। 

স্থানীয় বাসিন্দা এবং পুলিশ জানায়, বড়খাতা পুরাতন মুন্সিটারি জামে মসজিদের ঈদগাহ মাঠ সমান করার জন্য একটি পুকুর থেকে মাটি খননেন কাজ শুরু করেন শ্রমিকরা। এসময় মাটির সঙ্গে মর্টার শেলটি উঠে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মর্টার শেলটি উদ্ধার করে এবং খোলা মাঠে রাখে। 

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক শফিক বলেন, মর্টার শেটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

আরো পড়ুন:

জামাল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়