ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

প্রেমের টানে ফিলিপাইনের তরুণী হবিগঞ্জে

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ৭ মার্চ ২০২৪   আপডেট: ১০:৪৯, ৭ মার্চ ২০২৪
প্রেমের টানে ফিলিপাইনের তরুণী হবিগঞ্জে

প্রেমের টানে ফিলিপাইন থেকে হবিগঞ্জে ছুটে এসেছেন জুবেলিন বাউতিস্তা নামের এক তরুণী। শুধু তাই নয় নিজের ধর্ম ও নাম পরিবর্তন করে প্রেমিক আশিকুল ইসলাম মিশুকে বিয়ে করেছেন তিনি।

মঙ্গলবার (৫ মার্চ) হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিয়ে সম্পন্ন হয়। এর আগে, নিজের নাম পরিবর্তন করে জান্নাত রহমান রেখেছেন ওই তরুণী।

জুবেলিন বাউতিস্তা ফিলিপাইনের ইসাবেলা সিটির কাউন্সিলর দোস্তাদু কাস্ত্রোর মেয়ে। অপরদিকে, আশিকুল ইসলাম মিশু হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গোবিন্দপুর গ্রামের লুৎফুর রহমানের ছেলে।

আশিকুল ইসলাম মিশু জানান, কাতারের দোহায় একটি প্রতিষ্ঠানের অভ্যর্থনায় কাজ করেন জুবেলিন বাউতিস্তা। একই শহরে ব্যবসা করেন মিশু। পাঁচ বছর আগে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একপর্যায়ে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়। ছয় মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেন তারা।

তিনি বলেন, গত মঙ্গলবার আদালতে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা শেষে দুজনই কাতারে কর্মস্থলে ফিরে যাব। এ সময় সুন্দর জীবনের কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিশু।

মামুন/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়