ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

শিশু আদনানকে বাঁচাতে বাবার আকুতি

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৭, ৭ মার্চ ২০২৪  
শিশু আদনানকে বাঁচাতে বাবার আকুতি

প্রাণোচ্ছল-হাসিখুশিতে খেলাধুলা ও ছোটাছুটি করে চারদিক মাতিয়ে রাখতো শিশুটি, এখন সে মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। দুই বছর বয়সী শিশুটির নাম আব্দুল্লাহ আল আদনান। 

শিশু আদনান নড়াইলের লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের ৯ ওয়ার্ডের ছাগলছিড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

মা-বাবার চোখের মণি শিশু আদনাননের শরীরে ২০২৩ সালের ডিসেম্বর মাসে হঠাৎ করে ধরা পড়ে মরণব্যাধি ক্যানসার। নির্বাক হয়ে পড়েন শিশুটির বাবা-মা। থেমে গেছে কোলাহল, নিস্তব্ধ হতে চলছে জীবন প্রদীপ। 

আদনানের বাবা আশরাফুল মুঠোফোনে জানান, ২০০৪ সালে আমার বাবা মজিবর রহমান লান্স ক্যান্সারে আক্রান্ত হয়ে আড়াই বছর ভুগে মারা যান। বর্তমানে আদনান ভারতের ভেলোরে ক্রিশ্চিয়ান হাসপাতালে (সিএমসি) চিকিৎসাধীন রয়েছে। আদনানের চিকিৎসার জন্য ৩০/৩৫ লাখ টাকা  প্রয়োজন। এ ব্যয়ভার আমার পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। অর্থাভাবে আমার আদনানের জীবন প্রদীপ নিভতে বসেছে। শিশু আদনানের জীবন বাঁচাতে নড়াইল-২ এর এমপি মাশরাফি বিন মোর্ত্তজাসহ দেশ ও প্রবাসের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন এই অসহায় বাবা।

শরিফুল/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়