ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ইঞ্জিন বিকল

মেঘনায় ভাসতে থাকা ট্রলার থেকে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৪, ৭ মার্চ ২০২৪   আপডেট: ১৪:৪৩, ৭ মার্চ ২০২৪
মেঘনায় ভাসতে থাকা ট্রলার থেকে অর্ধশতাধিক যাত্রী উদ্ধার

ফাইল ফটো

ভোলার তজুমদ্দিনে ইঞ্জিন বিকল হয়ে মেঘনা নদীতে ভাসতে থাকা ট্রলার থেকে অর্ধশতাধিক যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) সহকারী পুলিশ সুপার মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল বিকেলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে তজুমদ্দিন লঞ্চঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে চরকলাতলীর উদ্দেশ্যে ছেড়ে যায় সিরাজ মাঝির ট্রলার। মাঝ নদীতে যাওয়ার পর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে ট্রলার। সেসময় কোস্টগার্ড সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালনে মনপুরা যাওয়ার পথে ভাসমান ট্রলারের ৫০ যাত্রীকে উদ্ধার করে তীরে পৌঁছে দেয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. এইচ.এম.এম হারুন অর রশিদ বলেন, কোস্টগার্ডের একটি টিম নির্বাচনী দায়িত্ব পালনে মনপুরা যাওয়ার পথে ইঞ্জিন বিকল হওয়া একটি ভাসমান ট্রলার দেখতে পায়। পরে ভাসমান ট্রলারের ৫০ যাত্রীকে তীরে পৌঁছে দেয়।

মলয়/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়