কুসিক উপ-নির্বাচন: কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ভোটের সামগ্রী
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে শনিবার (৯ মার্চ)। এর আগে, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ইভিএমসহ ভোটের অন্যান্য সামগ্রী।
শুক্রবার (৮ মার্চ) সকালে নগরীর জিলা স্কুল থেকে নির্বাচনী সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়। চলে দুপুর পর্যন্ত। দ্বিতীয়বারের মত এবার কুমিল্লা সিটি কর্পোরেশনে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কুসিক উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ১০৫ কেন্দ্রের ৬৪০টি বুথের জন্য দেড় হাজারের বেশি ইভিএম মেশিন পাঠানো হয়েছে। ইভিএম মেশিনসহ সব মালামাল বুঝে নিয়েছেন প্রিজাইডিং অফিসাররা।
পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, নির্বাচনের আগে ও পরে পাঁচ দিন ২৭টি ওয়ার্ডে ১টি করে পুলিশের মোবাইল টিম, প্রতি তিন ওয়ার্ডে ১টি পুলিশের স্পেশাল ফোর্স, ২টি রিজার্ভ স্ট্রাইকিং, র্যাবের ২৭টি টিম এবং ১২ প্লাটুন বিজিবি মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া, প্রতি কেন্দ্রে চার জন অস্ত্রসহ ১৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন ৯ জন।
রুবেল/কেআই