ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

নড়াইলে মসজিদ উদ্বোধন করলেন মাশরাফি

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ৮ মার্চ ২০২৪  
নড়াইলে মসজিদ উদ্বোধন করলেন মাশরাফি

জাতীয় সংসদের হুইপ এবং নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা নড়াইলের সদর উপজেলার বাশগ্রাম ইউনিয়নে একটি মসজিদের উদ্বোধন করেছেন। শুক্রবার (৮মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামে এই মসজিদটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাশরাফি বলেন, পবিত্র রমজান মাসের আগে এই মসজিদের উদ্বোধন হওয়ায় মুসল্লিদের অনেক সুবিধা হবে। আমি ও আমার সাধ্যমত এলাকার মসজিদগুলো যেন আরো ভালো হয় তার জন্য কাজ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।

আরো পড়ুন:

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আল-মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর পক্ষে শহিদুল ইসলাম, ওমায়ের উদ্দিন বিন হেলাল, লোহাগড়া সরকারি আদর্শ কলেজের সহকারী অধ্যাপক তারেক আলম, বাশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম ফকির প্রমুখ।

শরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়