ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

গাজীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১১, ৮ মার্চ ২০২৪  
গাজীপুরে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউপি সদস্যদের অনাস্থা

ইউপি চেয়ারম্যানে মো. তোফাজ্জল হোসেন।

গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ৯ জন ইউপি সদস্য অভিযোগ এনে দ্বিতীয়বারের মতো তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

শুক্রবার (৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসা।

এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে বরমী ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংসার বরাবর অনাস্থা প্রস্তাব দিয়েছেন।

ইউএনও বলেন, বরমী ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করা ইউপি সদস্যরা হলেন- ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য আনোয়ারা বেগম, ২ নম্বর ওয়ার্ড সদস্য মারুফ শেখ মোক্তার, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. রতন মিয়া, ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাজমুল আকন্দ রনি, ৬ নম্বর ওয়ার্ড সদস্য সুমন আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড সদস্য মো. হাদিউল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড সদস্য মো. হারুন অর রশিদ খন্দকার ও ৯ নম্বর ওয়ার্ড সদস্য নজরুল ইসলাম।

৬ নম্বর ওয়ার্ড সদস্য সুমন আহমেদ বলেন, তোফাজ্জল হোসেন একক আধিপত্য বিস্তারে প্রভাব খাঁটিয়ে অনিয়ম, দুর্নীতির মাধ্যমে ভুয়া প্রকল্প দেখিয়ে ৫০ লাখ টাকা আত্মসাৎ করে। বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত চেয়ারম্যানকে স্থানীয় সরকার বিভাগ বহিষ্কার করে। এরপর পুনরায় আদালতের মাধ্যমে তিনি পরিষদে বসে বিভিন্ন অনিয়ম দুর্নীতি করে আসছেন। এসব বিষয়ে আমরা ইউপি সদস্যরা প্রতিবাদ করলেও কোনো ধরনের কাজ হয়নি। এজন্য ৯ জন ইউপি সদস্য চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছি।

৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. নজরুল ইসলাম বলেন, আগে ৭ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলাম। এবার ইউনিয়ন পরিষদের বাকি দু’জন সদস্য যুক্ত হয়ে মোট ৯ জন সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছি। একজন সাধারণ সদস্য হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে রয়েছেন।

রফিক/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়