ঢাকা     শনিবার   ০৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২০ ১৪৩১

মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৪, ৯ মার্চ ২০২৪   আপডেট: ০৯:৫২, ৯ মার্চ ২০২৪
মুন্সীগঞ্জ পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে ভোটগ্রহণ শুরু

মুন্সীগঞ্জ পৌরসভার উপ নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে কেন্দ্রগুলোতে খুব একটা ভোটার উপস্থিতি নেই।

শনিবার (৯ মার্চ) সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত। 

৯ টি ওয়ার্ড নিয়ে গঠিত মুন্সীগঞ্জ পৌরসভার ভোটার সংখ্যা ৫৭,৯৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২৯,০১৭ জন ও নারী ভোটার ২৮,৯৪৩ জন। ২৫ টি ভোট  কেন্দ্রের ১৫৭ টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হচ্ছে।

কেন্দ্রগুলোতে নিরাত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।

এ নির্বাচনে প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সহধর্মিনী চৌধুরী ফারিয়া আফরিন। তিনি জগ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রতিদ্বন্দ্বী মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দীন কল্লোল। তিনি নারকেল গাছ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। 

উল্লেখ্য, মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ফয়সাল বিপ্লব দ্বাদশ সংসদ নির্বাচনের অংশ নেওয়ার জন্য স্বেচ্ছায় মেয়র পদ থেকে অব্যাহতি নেন। এতে পদটি শূন্য হয়।

রতন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়