ঢাকা     রোববার   ১৭ নভেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ৩ ১৪৩১

কুমিল্লায় নারী ভোটারদের উপস্থিতি বেশি

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৯ মার্চ ২০২৪   আপডেট: ১৩:০৯, ৯ মার্চ ২০২৪
কুমিল্লায় নারী ভোটারদের উপস্থিতি বেশি

শনিবার (৯ মার্চ) সকাল আটটা থেকে কুমিল্লা সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা ১১টার পর থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে। কুমিল্লার যানজট, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দিতে এসেছেন তারা। নগরীর বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে নারী ভোটারদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

ভোট গ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।

কাটাবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে সানজিদা সুলতানা বলেন, পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে এসেছি। যাতে তিনি নির্বাচিত হয়ে কুমিল্লার যানজট ও জলাবদ্ধতার সমস্যা নিরসনে কাজ করতে পারেন। 

আরো পড়ুন:

নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে তাসলিমা বলেন, জীবনে প্রথম ভোট দিতে এসেছি। খুব ভালো লাগছে। 

উল্লেখ্য, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহসিন বাহার সূচনা। তিনি বাস প্রতীকে নির্বাচন করছেন। এ ছাড়া ঘড়ি প্রতীকে নির্বাচন করছেন বিএনপির বহিষ্কৃত নেতা ও দুইবারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু এবং ঘোড়া প্রতীকে নির্বাচন করছেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কায়সার। 

/রুবেল/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়