হাতিয়ায় আগুনে পুড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বসতঘরে আগুন লেগে ঘুমন্ত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ললিতা বালা দাস (৮০) একই এলাকার মৃত গোপাল দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ললিতা বালা বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলে পরিবার নিয়ে ওমানে থাকেন। ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে তার বসতঘরে আগুন লাগে। সেসময় ঘুমিয়ে থাকায় তিনি আর বের হতে পারেননি।
হাতিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মেহেদী হাসান ভূঞা বলেন, আগুন লাগার খবর পেয়ে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে। অভিযানে বসতঘর থেকে পুড়ে অঙ্গার এক বৃদ্ধা নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিসান আহমেদ বলেন, পুলিশে ঘটনাস্থলে গিয়ে নিহত নারীর সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সুজন/কেআই