ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৭, ৯ মার্চ ২০২৪  
টাঙ্গাইলে ট্রাকচাপায় পুলিশ সদস্য নিহত

ফাইল ফটো

টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় ট্রাকচাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার (৯ মার্চ) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ সদস্যের নাম মো. ইউনুস আলী। তার বাড়ি টাঙ্গাইল পৌরসভার ছয়আনী বাজার এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে টাঙ্গাইল থেকে ঢাকা যাচ্ছিলেন ইউনুস। বাসাইল উপজেলার গুল্লাহ এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইউনুস আলীর মৃত্যু হয়।

আরো পড়ুন:

গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কাওছার/কেআই

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়