ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

স্বাস্থ্যসেবা নিশ্চিতে মুরাদিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৯, ৯ মার্চ ২০২৪  
স্বাস্থ্যসেবা নিশ্চিতে মুরাদিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

‘স্বাস্থ্য সচেতনতাই, সুস্থ থাকার প্রথম শর্ত’-এই স্লোগানে মুরাদিয়ায় স্থানীয় জনগণের কল্যাণে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প আয়োজিত হয়েছে।

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে ৮ ও ৯ মার্চ মুরাদিয়া স্বপ্নসিঁড়ি সোসাইটির উদ্যোগে, ক্লাবের প্রধান উপদেষ্টা ও দক্ষিণ সুদানপ্রবাসী ব্যবসায়ী তথ্যপ্রযুক্তিবিদ কামরুল হাসান সাগর (সিআইপি)-এর পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

এদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্পে দুই দিনে প্রায় ১৬০০ দরিদ্র রোগী ফ্রি চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ পায়।

ডিডাব্লিউএফ নার্সিং কলেজের সহকারী অধ্যাপক সুদিপ কুমার নাথ সমন্বয়ে ও ডা. শুভংকর বাড়ৈর নেতৃতে ২৫ জনের মেডিক্যাল টিম ও চক্ষু, মেডিসিন, প্রসূতি ও নারী স্বাস্থ্য, দন্ত, নাক-কান গলা, শিশু ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তাররা সেবা প্রদান করেন।

ঢাকা/হাসান/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়