ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মসিক নির্বাচন

লাখ ভোটের ব্যবধানে জিতলেন ইকরামুল হক টিটু 

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:০৪, ৯ মার্চ ২০২৪   আপডেট: ২৩:০৭, ৯ মার্চ ২০২৪
লাখ ভোটের ব্যবধানে জিতলেন ইকরামুল হক টিটু 

ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে ১ লাখেরও বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন ইকরামুল হক টিটু। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘হাতি’ প্রতীকের সাদেকুল হক খান মিল্কী টজুকে ১ লাখ ৩ হাজার ৮৪১ ভোটে পরাজিত করেছেন।

শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০ টায় ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে আঞ্চলিক নির্বাচন ও রিটানিং কর্মকর্তা বেলায়েত হোসেন চৌধুরী বেসরকারি ভাবে মো. ইকরামুল হক টিটুকে বিজয়ী ঘোষণা করেন।

জানা গেছে ১২৮টি কেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে ‘টেবিল ঘড়ি’ প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘হাতি’ প্রতীকের সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৩৫ হাজার ৭৬৩ ভোট। মেয়র পদে বাকি তিন প্রার্থীর মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও ‘ঘোড়া; প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন ১০ হাজার ৭৭৩, ‘হরিণ’ প্রতীকে রেজাউল হক ১৪৮৭ এবং ‘লাঙ্গল’ প্রতীকে শহিদুল ইসলাম ১৩২১ ভোট পেয়েছেন।

আরো পড়ুন:

মিলন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়