ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

মাদারীপুরে ৫টি তাজা হাতবোমা উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১০ মার্চ ২০২৪   আপডেট: ১০:৩৭, ১০ মার্চ ২০২৪
মাদারীপুরে ৫টি তাজা হাতবোমা উদ্ধার

মাদারীপুরে ৫টি তাজা হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড় মেহের গ্রাম থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ইকবাল দর্জির সঙ্গে এনামুল দর্জির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছে। এর জেরে শনিবার দুপুরে এনামুল দর্জির লোকজন একটি বালতিতে হাতবোমা নিয়ে ইকবাল দর্জির বাড়ির দিকে যাচ্ছিল।

সেসময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এনামুল দর্জি ও তার লোকজন বালতি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বালতি থেকে ৫টি তাজা হাতবোমা উদ্ধার করে।

তাৎক্ষণিক ঢাকায় বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়। রাত ১০টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো নিষ্ক্রিয় করে।

মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, বোমাগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বেলাল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়