ঢাকা     শনিবার   ০৬ জুলাই ২০২৪ ||  আষাঢ় ২২ ১৪৩১

অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বাংলাদেশ-ভুটান লাভবান হবে: রাষ্ট্রদূত

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৩, ১০ মার্চ ২০২৪   আপডেট: ১৯:৫৫, ১০ মার্চ ২০২৪
অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বাংলাদেশ-ভুটান লাভবান হবে: রাষ্ট্রদূত

কুড়িগ্রামে গড়ে তোলা হবে বাংলাদেশ-ভুটান যৌথ উদ্যোগে জিটুজি ভিত্তিক ‌‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’। রোববার (১০ মার্চ) বিকেলে অর্থনৈতিক এই বিশেষ অঞ্চলের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শনে আসেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুইন্টসিসহ একটি প্রতিনিধি দল। কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা সেতুর পূর্বপ্রান্তে ভোগডাঙ্গা ইউনিয়নের মাধবরাম এলাকায় সোনাহাট স্থলবন্দর সড়কের পাশে হবে অর্থনৈতিক অঞ্চলটি।

বাংলাদেশে নিযুক্ত ভুটনের রাষ্ট্রদূত রিনচেন কুইন্টসি বলেন, এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে বাংলাদেশ ও ভুটান দুই দেশই লাভবান হতে পারবে। পাশাপাশি কুড়িগ্রাম জেলারও উন্নয়ন হবে। এজন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে চুক্তি সম্পন্ন করার পর কাজ করার কথা জানান তিনি।

বিশেষ অর্থনেতিক অঞ্চলের জন্য প্রস্তাবিত ২১৯ একর জমির মধ্যে ১৩৩ একর জমি অধিগ্রহণ করে বেজার কাছে হস্তান্তর করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। চলমান রয়েছে বাকি ৮৬ একর জমি অধিগ্রহণের কাজ।

ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে শুধু এই জেলারই নয় আশপাশে অন্য জেলারও অর্থনৈতিক উন্নয়ন হবে। আমরা চাই দ্রুত অর্থনৈতিক অঞ্চলটি যেন গড়ে তোলা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, জেলায় কর্মমুখী কোনো শিল্প প্রতিষ্ঠান নেই। বাংলাদেশ-ভুটান দুই দেশের সরকারের উদ্যোগে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে উন্নয়ন হবে এই অঞ্চলের। সৃষ্টি হবে কর্মসংস্থান, প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের। তাই দ্রুত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার দাবি তাদের।

স্থানীয় বাসিন্দা রহিম উদ্দিন বলেন, অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে আমরা লাভবান হতে পারবো। এলাকার মানুষজন কাজ পাবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, প্রস্তাবিত স্থানের সঙ্গে জেলার সোনাহাট, তোরা স্থলবন্দর ও চিলমারী নদী বন্দরসহ রেল স্টেশন, পাওয়ার স্টেশনের যোগাযোগ ও সংযোগ ভালো। তাই এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ সময় উপস্থিত ছিলেন বেজা’র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুনসহ অন্য কর্মকর্তারা

বাদশাহ/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়