ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

রায়পুরে তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ১০ মার্চ ২০২৪   আপডেট: ২২:১১, ১০ মার্চ ২০২৪
রায়পুরে তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা 

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ তিন শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (১০ মার্চ) দুপুরে বর্ণাঢ্য আয়োজনে তিন শিক্ষকের বিদায় জানানো হয়। পরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করা হয়।

বিদায়ী নেওয়া শিক্ষকরা হলেন- রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, সহকারী অধ্যাপক হিতেন্দ্র কুমার চৌধুরী এবং প্রভাষক তমালিকা চক্রবর্তী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন- কলেজের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মো. বেল্লাল হোসেন ভূঁইয়া, রায়পুর পৌরসভার সাবেক মেয়র রফিকুল ইসলাম বাবুল পাঠান, মো. ইসমাইল হোসেন খোক এবং শামসুল হুদা।

আরো পড়ুন:

জাহাঙ্গীর/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়