ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ময়মনসিংহে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫২, ১১ মার্চ ২০২৪   আপডেট: ০৮:৫৩, ১১ মার্চ ২০২৪
ময়মনসিংহে প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের তারাকান্দায় প্রাইভেটকার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন-উপজেলার পঙ্গুয়াই এলাকার মোটরসাইকেল চালক সিরাজুল ইসলাম (৪০), অপরজন ধোবাউড়া উপজেলার মোশাররফ (২১)।

রোববার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

ওসি বলেন, সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি ভাড়ায় মোটরসাইকেলে দুইজন যাত্রী নিয়ে ধোবাউড়ার দিকে যাচ্ছিল। পথে তারাকান্দা-ধোবাউড়া সড়কের ডেওয়াতলা নয়াপাড়া এলাকায় বিপরিত দিক থেকে আসা প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ও মোশাররফ মারা যায়। এই ঘটনায় আহত হয় আরও এক মোটরসাইকেল যাত্রী।

ওসি মো. ওয়াজেদ আলী আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছ। নিহত সিরাজুল ও মোশাররফের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/মিলন/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়