ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

কারেন্ট জালের কারখানা ভেঙে দিন: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ১১ মার্চ ২০২৪  
কারেন্ট জালের কারখানা ভেঙে দিন: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী

কারেন্ট জাল যেখান থেকে তৈরি হয় তা ভেঙে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান।

সোমবার (১১ মার্চ) দুপুরে চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, চাঁদপুরে ইলিশ সম্পদ বৃদ্ধির জন্য নৌপথ খননেরও উদ্যোগ নেওয়া হবে। এসময় তিনি জাটকা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে সচেতন হওয়ার তাগিদ দেন। পরে তিনি অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে সাথে নিয়ে নৌ র‍্যালিতে অংশ নেন।

এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীমহলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

অমরেশ/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়