ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি: জিএম কাদের

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ১১ মার্চ ২০২৪   আপডেট: ১৮:২৮, ১১ মার্চ ২০২৪
সরকার সিন্ডিকেটের কাছে জিম্মি: জিএম কাদের

রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘দেশের সমস্ত আমদানি নির্ভর পণ্যগুলো গুটি কয়েক সিন্ডিকেট ব্যবসায়ীর মাধ্যমে নিয়ন্ত্রিত। সরকারও ওই সমস্ত সিন্ডিকেটের কাছে এক ধরনের জিম্মি। তাই কোনো কিছুতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এসব সিন্ডিকেট ভাঙতে সরকারের পদক্ষেপও শক্তিশালী নয়।’

সোমবার (১১ মার্চ) বিকেলে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এর আগে, দুই দিনের সফরে তিনি রংপুরে আসেন। 

জিএম কাদের বলেন, রমজানকে ঘিরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের পক্ষ থেকে নানা ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু, এখন পর্যন্ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো লক্ষণ নেই। বলা চলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সরকারের কোনো উদ্যোগ কার্যকরী হচ্ছে না। তাই ঊর্ধমুখী দ্রব্যমূল্যের কারণে এবারের রমজানে নিম্ন আয়ের মানুষের কষ্ট হবে। 

আরো পড়ুন:

ঢাকায় রওশন পন্থীরদের সম্মেলনের বিষয়ে জিএম কাদেরে বলেন, জাতীয় পার্টির মধ্যে ভাঙন সৃষ্টি করার লক্ষে সরকার নানা কৌশল অবলম্বন করে চলেছে। রওশন পন্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি তারই বহিঃপ্রকাশ। যারা জাতীয় পার্টির নাম ভাঙিয়ে সম্মেলনের নামে কর্মকাণ্ড করছেন সেটি দলের কাঠামো বা আইনগত নয় বলেও জানান তিনি।

এসময় জাতীয় পার্টির রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ জেলা ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

আমিরুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়