ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভোলায় ছুরিকাঘাতে নিহত ১ 

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৯, ১২ মার্চ ২০২৪  
ভোলায় ছুরিকাঘাতে নিহত ১ 

ভোলা জেলার দৌলতখানে দু পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে আসিফ হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও  ৫ জন।

সোমবার (১১ মার্চ) রাত ৯টার দিকে দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আসিফ হোসেন দিদারুল্লাহ এলাকারই মো. বাবুল মিয়ার ছেলে।

আহতরা হলেন- মো. দুলাল (৩০), বাবু (২২), রাসেল (১৭), মিরাজ (২২) ও আমজাদ (২০)। জানা যায়, আহত সবাই ওই এলাকারই বাসিন্দা। 

পুলিশ জানায়, সোমবার রাতে আসিফ তার বন্ধুদের সাথে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলো। এসময় একই এলাকার ৮-১০ জন উত্যক্ত করার অভিযোগে আসিফের উপর হামলা চালায়। এতে দু পক্ষে সংঘর্ষ বেঁধে যায়।এ সময় ছুরিকাঘাতে আসিফসহ ৬ জন আহত হয়।তাদের সবাইকে রক্তাক্ত অবস্থায় প্রথমে দৌলতখান উপজেলা হাসপাতালে, পরে ভোলা সদর হাসপাতালে নিলে কতর্ব্যরত চিকিৎসক আসিফকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ২ জনকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অন্যান্যরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দৌলতখান মডেল থানার তদন্ত ওসি এরশাদুল হক জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত আসামিদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হবো।

মলয়/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়