ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ভোলায় আসিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি কবিরসহ আটক ৪

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ১২ মার্চ ২০২৪  
ভোলায় আসিফ হত্যাকাণ্ডের প্রধান আসামি কবিরসহ আটক ৪

ভোলার দৌলতখানে ইভটিজিংকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আসিফ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি কবিরসহ চারজনকে গ্রেপ্তার করেছে দৌলতখান মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১২ মার্চ) দিবাগত রাতে বিভিন্ন সোর্সের মাধ্যমে আসামিদেরকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়।

দৌলতখান মডেল থানার ওসি (তদন্ত) এরশাদুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসিফ হত্যাকাণ্ডের ঘটনায় আসিফের বাবা মো. বাবুল মিয়া বাদী হয়ে এ থানায় মামলা দায়ের করেন। পরে তাৎক্ষণিকভাবে সোর্সদের কাজে লাগিয়ে এ মামলার প্রধান আসামি কবিরসহ চারজনকে বিভিন্ন এলাকা ও আসামিদের বসতঘর থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেন। পরে আজ সকালে আসামিদের কোর্টে পাঠানো হলে আদালত তাদের সবাইকে জেল হাজতে পাঠিয়েছে।

আরো পড়ুন:

উল্লেখ্য, সোমবার রাতে আসিফ তার বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় একই এলাকার কবির ৮-১০ জনকে নিয়ে তার বোনকে উত্যক্ত করার অভিযোগে আসিফের উপর হামলা চালালে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে কবির ও তার লোকজনের  ছুরিকাঘাতে আসিফ নিহত হয়।

মলয়/ফয়সাল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়