১৪ বছর আগে একই মালিকানাধীন ‘এমভি জাহান মনি’ জলদস্যুদের কবলে পড়েছিল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
সংগৃহীত ছবি
কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। প্রায় ১৪ বছর আগে আরব সাগর থেকে জিম্মি হয় ‘এমভি জাহান মনি’ নামে এসআর শিপিংয়ের একটি পণ্যবাহী জাহাজ। সেসময় ১০০ দিন পর ২৫ বাংলাদেশিসহ জাহাজটি মুক্তি পায়। তবে কোন প্রক্রিয়ায় তারা মুক্তি পেয়েছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
মঙ্গলবার (১২ মার্চ) একই মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগর থেকে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। ওই জাহাজে থাকা ২৩ নাবিকও জিম্মি রয়েছেন।
এসআর শিপিং সূত্র জানায়, ২০১০ সালের ১১ নভেম্বর ইন্দোনেশিয়া থেকে যাত্রা করেছিল এমভি জাহান মনি। জাহাজটি সিঙ্গাপুর বন্দরে যাত্রাবিরতি করে এবং ২৭ নভেম্বর গ্রিসের উদ্দেশে রওনা হয়। ৫ ডিসেম্বর আরব সাগরে জিম্মি হয় জাহাজটি। পরে জলদস্যুরা জাহাজটি সোমালিয়ার উপকূলের কাছে নিয়ে নোঙর করে। সেসময় জাহাজে ২৪ জন নাবিক এবং ক্যাপ্টেনের স্ত্রী ছিলেন। ২৫ বাংলাদেশিসহ জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কাছে ১০০ দিন জিম্মি অবস্থায় ছিল।
কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, এর আগেও আমাদের কোম্পানির একটি জাহাজ জলদস্যুদের কাছে ১০০ দিন জিম্মি ছিল। নানা প্রক্রিয়ায় আমরা সেটি মুক্ত করে আনি। বর্তমানে জিম্মি থাকা জাহাজটি মুক্তির জন্য নানা প্রক্রিয়ায় জলদস্যুদের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা চলছে। পররাষ্ট্র ও নৌ পরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।
আরও পড়ুন: যেভাবে জিম্মি হয় এমভি আবদুল্লাহ, অডিও বার্তায় জানালেন চিফ অফিসার
রেজাউল/কেআই