মসজিদে ইফতারি না পাওয়ায় সংর্ঘষ, আহত ২৫
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মসজিদে ইফতারি না পাওয়ায় দুই পক্ষের সংর্ঘষে নারীসহ ২৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে সংঘর্ষটি হয়। গুরুতর আহতদের মধ্যে পাবেল মিয়া (২৪) নামের এক যুবককে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সংঘর্ষে আহত অন্যরা হলেন- জামরুল মিয়া (২৫), পারুল বেগম (৫০), সালমান মিয়া (১৯) এবং মুন্না মিয়া (১৪)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, প্রথম রমজান উপলক্ষ্যে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা এলাকার মসজিদে ইফতারি দেন ময়না মিয়া। মসজিদে মুসল্লি বেশি হওয়ায় ইফতারির সংকট দেখা দেয়। এসময় গ্রামের সাজিনুর মেম্বারের চাচাতো ভাই রইছ মিয়াসহ কয়েকজন ইফতারি পাননি। এ নিয়ে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন রইছ মিয়া এবং ময়না মিয়া। সন্ধ্যার পরে রইছ মিয়া দেশি অস্ত্রসহ নিজের সমর্থদের নিয়ে ময়না মিয়া ও তার বসতবাড়িতে হামলা চালায়। এসময় ময়না মিয়ার লোকজন তাদের বাধা দিতে এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ও স্থানীয় গ্রামবাসী পরিস্থিতি শান্ত করেন। এসময় নারীসহ উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
মনোয়ার/মাসুদ