জলদস্যুদের হাতে জিম্মি
তারেকুলকে যে কোনো মূল্যে ফেরত চান বাবা-মা
ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
তারেকুল ইসলামের বাবা ও মা
ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে বন্দী তারেকুল ইসলামের গ্রামের বাড়িতে চলছে আহাজারি। তাদের একটিই আকুতি, যে কোনো মূল্যে তাদের প্রিয় তারেকুলকে ফেরত চান।
বুধবার (১৩ মার্চ) বিকেলে ফরিদপুর থেকে মধুখালীতে তারেকুলের গ্রামের বাড়িতে গেলে স্থানীয়রা জানান, তারেকুল খুবই নম্র ও ভদ্র ছেলে। ছেলের ছবি দেখে কান্না করছেন তারেকুলের মা। জিম্মি সবাইকে ফিরিয়ে আনতে সরকারের কাছে বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
তারেকুল ইসলাম। (ছবি-সংগৃহীত)
অবসরপ্রাপ্ত চাকরিজীবী মো. দেলোয়ার হোসেনের দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট মো. তারেকুল ইসলাম। স্থানীয় প্রাইমারি স্কুল থেকে পাশ করে চলে যান ঢাকায়। সেখানে মিরপুরের ড. মো. শহীদুল্লাহ্ কলেজিয়েট স্কুল থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। ২০১২ সালে ভর্তি হন চট্টগ্রাম মেরিন একাডেমিতে। ২০১৪ সালে নটিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরিতে যোগ দেন। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে নতুন করে যোগ দিয়েছিলেন ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র থার্ড অফিসার হিসেবে।
২০১৯ সালের ২৫ ডিসেম্বরে বিয়ে করেন তারেকুল। তার এক বছর বয়সী একটি মেয়ে আছে।
তামিম/ফয়সাল