ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

গাইবান্ধায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার 

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ১৪ মার্চ ২০২৪  
গাইবান্ধায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার 

গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানক্ষেত থেকে আব্দুল আউয়াল (২২) নামে এক নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠের হাট শ্মশান ঘাট সংলগ্ন এলাকার একটি ধান ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আব্দুল আউয়াল সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বর্মতত গ্রামের হাফিজার রহমানের ছেলে। তিনি মোবাইল ব্যাংকিং বিকাশ ও ফ্লেক্সিলোডের ব্যবসা করতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল আউয়াল বুধবার (১৩ মার্চ) সন্ধ্যায় ইফতার করে বাড়ি থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখু্ঁজির পরেও রাতে তার আর খোঁজ পাওয়া যায়নি। আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয়রা ধান ক্ষেতে গলা কাটা অবস্থায় আব্দুল আউয়ালের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, আব্দুল আউয়াল নামে এক বিকাশ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে, সেটা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

মাসুম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়