ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

বিকট শব্দে ধসে পড়লো নির্মাণাধীন হাসপাতাল ভবনের ছাদ 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ১৫ মার্চ ২০২৪   আপডেট: ০৯:৫৬, ১৫ মার্চ ২০২৪
বিকট শব্দে ধসে পড়লো নির্মাণাধীন হাসপাতাল ভবনের ছাদ 

নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধসে পড়েছে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদ। 

বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিকট শব্দে ভবনের সামনের অংশ ধসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।  

রাঙ্গাবালী উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত বছরের জুলাই মাসে ২২ কোটি টাকা ব্যয়ে এ হাসপাতাল ভবনের নির্মাণ কাজ শুরু করে প্রাইম কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। গতকাল (বৃহস্পতিবার) দিনভর চলে ছাদ ঢালাইয়ের কাজ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সন্ধ্যায় হঠাৎ বিকট শব্দে ছাদটি ধসে পরে বলে দাবি স্থানীয়দের। তবে ছাদটি ধ্বসে পড়ার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছে  রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

বাহেরচর এলাকার বাসিন্দা ইয়াকুব প্যাদা জানান, সন্ধ্যার পরে উপজেলা দরবার হলের কাছাকাছি ছিলাম। একটি বিকট শব্দ শুনতে পাই। পরে জানতে পারি নির্মাণাধীন হাসপাতাল ভবনের ছাদ ধ্বসে পড়েছে। 

একই এলাকার অপর বাসিন্দা হাসান মিয়া জানান, আমার মনে হয় ঢালাইয়ে সিমেন্ট কম দেওয়ার কারণেই ছাদটি ধসে পড়েছে। ২ লাখ মানুষের জন্য নির্মাণ হচ্ছে এই হাসপাতাল। তাই প্রশাসনের কাছে তদারকি বাড়ানোর অনুরোধ করছি। 

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনা তদন্তে তিন সদস্যের একটি টিম গঠন করা হয়েছে।

ইমরান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়